আইপিএলের আগেই শচীনকে ছুঁয়ে ফেলবেন কোহলি,বিশ্বাস গাভাস্কারের
ফর্মে থাকলে বিরাট কোহলির ব্যাটে যে রানের ফোয়ারা ছোটে, তা দেখা গেছে সদ্য সমাপ্ত ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে। তিন ম্যাচে দুটো সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের আরও কাছে পৌঁছলেন কোহলি। সুনীল গাভাস্কার বিশ্বাস করেন, আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই শচীনের রেকর্ডে ভাগ বসাবেন কোহলি।