Ajker Patrika

‘দ্য ওয়ালের’ মতোই শক্তিশালী হয়ে কোচিং সামলাবেন দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ৫২
Thumbnail image

নিজের সময়ের তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের একজন রাহুল দ্রাবিড়। ব্যাট হাতে একসময় ক্রিকেট বিশ্ব দাপিয়ে বেড়িয়েছেন দ্রাবিড়। এবার ভারতীয় ক্রিকেটের আরেকটি গুরুত্বপূর্ণ পদে নিজের যাত্রা শুরু করলেন তিনি। গতকাল রোহিত-কোহলিদের কোচ হিসেবে নিজের নতুন অভিযান শুরু করেছেন দ্রাবিড়। 

নতুন যাত্রা শুরু করা দ্রাবিড়কে নিয়ে আশাবাদী দেশের অন্য কিংবদন্তিরাও। সে তালিকায় আছেন সুনীল গাভাস্কার। সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটার মনে করেন, ব্যাট হাতে ‘দ্য ওয়াল’ দ্রাবিড় যেভাবে উইকেট সামলেছেন, সেভাবেই এবার তিনি ‘টিম ইন্ডিয়া’র ড্রেসিংরুম সামলাবেন। 

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই শেষ হয়েছে কোচ রবি শাস্ত্রীর মেয়াদ। তাঁর জায়গায় আসা দ্রাবিড়কে ঘিরে এখন স্বপ্ন দেখছে ভারত। সাধারণ সমর্থকদের মতো সাবেক এই মিডল অর্ডার ব্যাটারকে নিয়ে আশাবাদী গাভাস্কারও, ‘দ্রাবিড় খেলার সময় আমরা ভাবতাম, যতক্ষণ সে উইকেটে আছে ভারতের ব্যাটিং শক্তিশালী ও সুরক্ষিত। একইভাবে আমার ধারণা, কোচিংয়ের দায়িত্বটাও সে দায়িত্বশীলতার সঙ্গে সামলাতে পারবে।’ 

দলের দায়িত্ব নিয়ে দ্রাবিড় পেয়েছেন নতুন অধিনায়ক রোহিত শর্মাকে। দ্রাবিড়-রোহিত জুটিও বেশ ভালো জমবে বলে বিশ্বাস গাভাস্কারের। এই দুজনের জুটি নিয়ে তিনি বলেন, ‘আপনি যদি তাদের বৈশিষ্ট্যের দিকে তাকান দেখবেন, দুজনই কিন্তু একই প্রকৃতির। দ্রাবিড়ের মতো রোহিতও শান্ত স্বভাবের। তাই আমার ধারণাম এই দুজনের সমন্বয় খুব ভালো হবে। তারা একে অপরকে ভালোভাবেই বুঝতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত