হযরত শাহজালালের মাজারে ৭০৬তম ওরস শুরু আগামীকাল
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ৭০৬তম ওরস মোবারক শুরু হচ্ছে আগামীকাল রোববার। দুই দিনব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। প্রতিবছর হিজরি জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ ওরস অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।