Ajker Patrika

গোয়াইনঘাটে বাগানের দুই হাজার পানগাছের লতা কেটে ফেলল দুর্বৃত্তরা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
কেটে ফেলা পানের ডাঁটা দেখে বিষণ্ন বাগানমালিক রিসন কংওয়াং। ছবি: আজকের পত্রিকা
কেটে ফেলা পানের ডাঁটা দেখে বিষণ্ন বাগানমালিক রিসন কংওয়াং। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুটি পান-সুপারির বাগানের দুই হাজার লতানো পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্পসংলগ্ন লামাপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগান দুটির মালিক লামাপুঞ্জির খাসিয়া জনগোষ্ঠীর হেডম্যান রিসন কংওয়াং ও গস্মিন ডিখার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাগানমালিক রিসন জানান, গত রাতে দুর্বৃত্তরা তাঁদের বাগানের সব লতানো পানগাছের ডাঁটা কেটে ফেলেছে। পাহারাদারের কাছে খবর শুনে তাঁরা বাগানে ছুটে গিয়ে কাটা পানের লতাগুলো দেখতে পান। রিসন বলেন, ‘দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আয়ের পথ নষ্ট করে দিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এ ঘটনার ন্যায়বিচার চাই।’ রিসন জানান, এই দুটি বাগানের পানগাছ কেটে ফেলায় তাঁদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘লামাপুঞ্জি এলাকায় দুটি পান-সুপারির বাগানে দুর্বৃত্তদের পানগাছ কেটে ফেলার খবর জেনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

গঙ্গাচড়ায় চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে ৩৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত