সিন্ডিকেট: দৃশ্য ও অদৃশ্য
বহুদিন ধরেই বাংলাদেশের ভেঙে যাওয়া সমাজব্যবস্থায় অস্থির নাগরিকদের আহাজারি এবং দুর্দশার মধ্যে একটি শব্দ বারবার বেরিয়ে আসছে, তা হচ্ছে সিন্ডিকেট। যেখানেই অস্থিরতা, দুর্নীতি, বিপুল অসাম্য, সেখানেই বারবার ধ্বনিত, প্রতিধ্বনিত হয় একটি শব্দ—সিন্ডিকেট।