Ajker Patrika

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে জড়িত সিন্ডিকেট, ভাঙার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

খুলনা প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৩, ২০: ২৫
Thumbnail image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে জড়িত সিন্ডিকেট, যা ভাঙার চেষ্টা চলছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই সিন্ডিকেট এক দিনে গড়ে ওঠেনি। কিন্তু আমরা চেষ্টা করছি সিন্ডিকেট ভাঙার। কিন্তু সিন্ডিকেট অনেক বছরের। তাই ভাঙতে সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা করছি ভাঙার।’ 

মন্ত্রী আরও বলেন, ‘মানুষ কষ্ট না পায় সেই চেষ্টা করছি। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে সাহায্য করার জন্য। তারই ধারাবাহিকতায় এক কোটি পরিবারকে আমরা সাশ্রয়ী দামে খাবার দিচ্ছি।’

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু, জোনাল ইভেন্ট চেয়ার এস এম নজরুল ইসলামসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত