ঢাকা-৪: ত্রিমুখী নাকি দ্বিমুখী লড়াই
নৌকা, লাঙ্গল, ট্রাক—তিনটিকেই জয়ের হিসাবনিকাশে রাখছেন ঢাকা-৪ আসনের ভোটাররা। তাঁদের মতে, সানজিদা খানম, সৈয়দ আবু হোসেন বাবলা, ড. মো. আওলাদ হোসেন—তিনজনই শক্ত প্রতিদ্বন্দ্বী। ৭ জানুয়ারি জয় পেতে পারেন যে কেউ। তিন প্রার্থীও আশাবাদী। তবে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।