স্বেচ্ছায় চাকরি ছাড়ানোর কর্মসূচিতে আদালতের অনুমতি পেলেন ট্রাম্প
মার্কিন প্রশাসন সংকোচনে স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচিতে আদালতের অনুমতি পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার বোস্টনের মার্কিন জেলা বিচারক জর্জ ও’টুল এই অনুমতি দেন। মার্কিন অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) এক মুখপাত্র জানান, প্রায় ৭৫ হাজার কর্মী এই প্রস্তাবে সাড়া দিয়েছেন, যা মোট বে