ঈদে ভালোমন্দ খেতে সমিতি করেছেন তাঁরা
সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে পেটেভাতে হওয়াই কঠিন। তার ওপর দুই সন্তানের লেখাপড়ার খরচ। প্রতি ঈদে নতুন পোশাক, তেল, চিনি, সেমাই কিনতে পারেন না কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ার দিনমজুর বাবু মিয়া। আবার ঈদের দিন একটু ভালোমন্দ খেতে চায় সন্তানরা