৩৫ বছরের শিক্ষকতায় একদিনও অনুপস্থিত থাকেননি সত্যজিৎ বিশ্বাস
সত্যজিৎ বিশ্বাসের (৬০) বাড়ি মনিরাপুরের কুচলিয়া গ্রামে। শিক্ষকতা করেন অভয়নগর উপজেলার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে। পড়ান নবম ও দশম শ্রেণির গণিত, সাধারণ বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান। একজন সাধারণ শিক্ষক হয়েও কর্মগুণে অসাধারণ তিনি। ৩৫ বছরের শিক্ষকতা জীবনে একদিনও কর্মস্থলে অনুপস্থিত থাকেননি তিনি।