আমদানি করা প্রাণীরও স্বাস্থ্য সনদ লাগবে
রোগমুক্ত প্রাণী বা নিরাপদ প্রাণিজাত পণ্য আমদানি নিশ্চিত করতে সংশোধন করা হচ্ছে বিদ্যমান পশু ও পশুজাত পণ্য সংগনিরোধ আইন, ২০০৫। বিদেশ থেকে প্রাণী আমদানির পর সেটি রোগাক্রান্ত কি না, তা নিশ্চিত হতে ওই প্রাণীকে কোয়ারেন্টিনে অর্থাৎ আলাদা করে রাখতে হবে।