Ajker Patrika

এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আবারও গিনেস বুকে নাম লেখালেন নিপা

খান রফিক, বরিশাল
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২০: ৪২
এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আবারও গিনেস বুকে নাম লেখালেন নিপা

এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়লেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। মাত্র এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আট বছর পর ইতালির রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২২ সালের ২ সেপ্টেম্বরে রেকর্ডটি করলেও সনদ পেয়েছেন গেল ডিসেম্বরে।

এর আগে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর নিপা এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

নগরীর কলেজ রোড এলাকার আব্দুর রশিদের মেয়ে নুসরাত জাহান নিপা (২৪) নগরীর এআরএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং অনার্স-মাস্টার্স সরকারি ব্রজমোহন কলেজ থেকে শেষ করেছেন। বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত।

এ বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান নিপা আজকের পত্রিকাকে বলেন, ‘এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আট বছর পর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা কঠিন ছিল। অনেক অনুশীলন করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময়ও লেগেছে।’

নুসরাত জাহান নিপা।তিনি বলেন, ‘মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে সামনে নতুন কিছু করার চেষ্টা করব।’

নিপা আরও বলেন, ‘আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি। এ নিয়ে দুইবার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে বাংলাদেশ ও বরিশালের সম্মান বেড়েছে।’

এদিকে পরপর দুইবার বিশ্ব রেকর্ডে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পরিচিত জনেরা। কেননা বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুইবার বিশ্ব রেকর্ড করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত