অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট
সখীপুরে একই পরিবারের সাতজনকে অচেতন করে লুটের ঘটনা ঘটেছে। এ সময় তিন লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন সেট ও একটি হীরার আংটি খোয়া গেছে বলে পরিবারের দাবি। গত বুধবার রাতে উপজেলার মুচারিয়াপাথার এলাকায় শামসুল আলম খানের বাড়িতে এ ঘটনা ঘটে।