বেনজীর যা ঘটিয়েছেন, তাঁর মতো বাজেটও বেনজির : মির্জা ফখরুল
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে এবার ‘বে-নজির’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বে-নজির তো সবদিক দিয়েই। বেনজীর (বেনজীর আহমেদ) আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি র্যাবের সাবেক ডিজি ছিলেন। তিনি যা ঘটিয়েছেন, তা-ও বে-নজির। এখন বাজেট হচ্ছে, তা-ও বে-নজির। সাব