Ajker Patrika

এমপি আনোয়ারুল হত্যা: ১৪ দিনের সিআইডি হেফাজতে সিয়াম

কলকাতা সংবাদদাতা 
আপডেট : ০৮ জুন ২০২৪, ১৬: ৩১
Thumbnail image

এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যা মামলায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে ১৪ দিনের সিআইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার সিয়াম হোসেনকে বারাসাত আদালতে তোলা হয়।  সিআইডি আদালতের কাছে ১৪ দিনের হেফাজতের অনুমতি চায়। তাৎক্ষণিক মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ভারতে গিয়ে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আসামি সিয়ামকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি।

সংসদ সদস্য আনার হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামি গ্রেপ্তার আছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশে, বাকি দুজন কলকাতায়। 

বাংলাদেশে গ্রেপ্তারকৃতরা হলেন আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। কলকাতায় গ্রেপ্তার রয়েছেন জিহাদ ও সিয়াম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত