‘ছোট বাজেটে’ বড় আগ্রহ
বাজেট পেশের পর এর ওপর সংবাদ সম্মেলনও হয়ে গেল, যার অভিজ্ঞতা অপ্রীতিকর। তবে বাজেট কতটা প্রীতিকর, সেটা নিয়েই আলোচনা চলবে বেশি। এরই মধ্যে আমরা স্পষ্ট জেনে যাব, শেষতক কত রাজস্ব আহরিত হলো চলতি অর্থবছরে। এডিপির বাস্তবায়ন কয়েক বছর ধরেই খারাপ থেকে আরও খারাপ। এবার এপ্রিল পর্যন্ত এর মাত্র ৫০ শতাংশের মতো বাস্তব