ময়মনসিংহ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে খুদে বার্তা পাঠিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচনে প্রভাব বিস্তার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আজ রোববার উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশাটি এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল হক ভূঁইয়া বলেন, ‘৫ জুন নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনে আমিসহ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। অন্যরা হলেন দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান ও মোটরসাইকেল প্রতীকের নজীমোল্লাহ লিটন।
তিনি বলেন, বর্তমান সরকার উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশ অমান্য করে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে দলীয় প্রার্থী বলে প্রচার করে পরিকল্পনামন্ত্রী তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের খুদে বার্তা প্রেরণ করছেন।
এই বার্তা নিয়ে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান এই খুদে বার্তা দলীয় নেতা–কর্মীদের দেখিয়ে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলেও প্রচার করছে। সেই সঙ্গে যাঁরা দোয়াত-কলমের পক্ষে কাজ করবেন না, তাঁদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হচ্ছে।
ইতিমধ্যে তাঁর ভাই চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আনারস প্রতীকের এ চেয়ারম্যান প্রার্থী বলেন, নির্বাচনের মাঠে পরিকল্পনামন্ত্রীর প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এই অবস্থায় অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছি।
সাংবাদিক সম্মেলনে চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (অব্যাহতি প্রাপ্ত) আজিজুল হক ভূঁইয়া, ইউপি সদস্য মহসিন পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান বলেন, ‘আমার মাঠের অবস্থা ভালো দেখে প্রতিপক্ষ প্রার্থীরা অপপ্রচার করছেন। আসলে আমি মন্ত্রী মহোদয়ের কাছের হওয়ায় সাধারণ ভোটারদের এসব বলে বিভ্রান্ত করা হচ্ছে।’
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল আজকের পত্রিকা বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।’
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে খুদে বার্তা পাঠিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচনে প্রভাব বিস্তার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আজ রোববার উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশাটি এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল হক ভূঁইয়া বলেন, ‘৫ জুন নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনে আমিসহ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। অন্যরা হলেন দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান ও মোটরসাইকেল প্রতীকের নজীমোল্লাহ লিটন।
তিনি বলেন, বর্তমান সরকার উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশ অমান্য করে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে দলীয় প্রার্থী বলে প্রচার করে পরিকল্পনামন্ত্রী তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের খুদে বার্তা প্রেরণ করছেন।
এই বার্তা নিয়ে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান এই খুদে বার্তা দলীয় নেতা–কর্মীদের দেখিয়ে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলেও প্রচার করছে। সেই সঙ্গে যাঁরা দোয়াত-কলমের পক্ষে কাজ করবেন না, তাঁদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হচ্ছে।
ইতিমধ্যে তাঁর ভাই চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আনারস প্রতীকের এ চেয়ারম্যান প্রার্থী বলেন, নির্বাচনের মাঠে পরিকল্পনামন্ত্রীর প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এই অবস্থায় অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছি।
সাংবাদিক সম্মেলনে চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (অব্যাহতি প্রাপ্ত) আজিজুল হক ভূঁইয়া, ইউপি সদস্য মহসিন পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান বলেন, ‘আমার মাঠের অবস্থা ভালো দেখে প্রতিপক্ষ প্রার্থীরা অপপ্রচার করছেন। আসলে আমি মন্ত্রী মহোদয়ের কাছের হওয়ায় সাধারণ ভোটারদের এসব বলে বিভ্রান্ত করা হচ্ছে।’
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল আজকের পত্রিকা বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মনোয়ার হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই আদেশ দেন।
৯ মিনিট আগেফরিদপুরে মুনসেরাতুল রহমান আলিফ নামের এক কলেজশিক্ষার্থীকে হত্যার মামলায় সিফাত হোসেন আবির নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায়ে রাশেদ খাঁ ও হিমেল নামের দুজনকে খালাস দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়া থানার রিয়াজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এ নির্দেশ দেন।
১৮ মিনিট আগেখুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন একই এলাকার বিমল কৃষ্ণ মণ্ডলের ছেলে প্রভাস মণ্ডল (৪৮) ও অসিত কুমার সানার ছেলে দেবদাস সানা (২০)।
৩২ মিনিট আগে