ময়মনসিংহ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে খুদে বার্তা পাঠিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচনে প্রভাব বিস্তার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আজ রোববার উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশাটি এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল হক ভূঁইয়া বলেন, ‘৫ জুন নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনে আমিসহ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। অন্যরা হলেন দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান ও মোটরসাইকেল প্রতীকের নজীমোল্লাহ লিটন।
তিনি বলেন, বর্তমান সরকার উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশ অমান্য করে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে দলীয় প্রার্থী বলে প্রচার করে পরিকল্পনামন্ত্রী তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের খুদে বার্তা প্রেরণ করছেন।
এই বার্তা নিয়ে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান এই খুদে বার্তা দলীয় নেতা–কর্মীদের দেখিয়ে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলেও প্রচার করছে। সেই সঙ্গে যাঁরা দোয়াত-কলমের পক্ষে কাজ করবেন না, তাঁদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হচ্ছে।
ইতিমধ্যে তাঁর ভাই চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আনারস প্রতীকের এ চেয়ারম্যান প্রার্থী বলেন, নির্বাচনের মাঠে পরিকল্পনামন্ত্রীর প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এই অবস্থায় অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছি।
সাংবাদিক সম্মেলনে চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (অব্যাহতি প্রাপ্ত) আজিজুল হক ভূঁইয়া, ইউপি সদস্য মহসিন পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান বলেন, ‘আমার মাঠের অবস্থা ভালো দেখে প্রতিপক্ষ প্রার্থীরা অপপ্রচার করছেন। আসলে আমি মন্ত্রী মহোদয়ের কাছের হওয়ায় সাধারণ ভোটারদের এসব বলে বিভ্রান্ত করা হচ্ছে।’
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল আজকের পত্রিকা বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।’
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে খুদে বার্তা পাঠিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচনে প্রভাব বিস্তার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আজ রোববার উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশাটি এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল হক ভূঁইয়া বলেন, ‘৫ জুন নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনে আমিসহ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। অন্যরা হলেন দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান ও মোটরসাইকেল প্রতীকের নজীমোল্লাহ লিটন।
তিনি বলেন, বর্তমান সরকার উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশ অমান্য করে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে দলীয় প্রার্থী বলে প্রচার করে পরিকল্পনামন্ত্রী তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের খুদে বার্তা প্রেরণ করছেন।
এই বার্তা নিয়ে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান এই খুদে বার্তা দলীয় নেতা–কর্মীদের দেখিয়ে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলেও প্রচার করছে। সেই সঙ্গে যাঁরা দোয়াত-কলমের পক্ষে কাজ করবেন না, তাঁদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হচ্ছে।
ইতিমধ্যে তাঁর ভাই চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আনারস প্রতীকের এ চেয়ারম্যান প্রার্থী বলেন, নির্বাচনের মাঠে পরিকল্পনামন্ত্রীর প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এই অবস্থায় অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছি।
সাংবাদিক সম্মেলনে চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (অব্যাহতি প্রাপ্ত) আজিজুল হক ভূঁইয়া, ইউপি সদস্য মহসিন পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান বলেন, ‘আমার মাঠের অবস্থা ভালো দেখে প্রতিপক্ষ প্রার্থীরা অপপ্রচার করছেন। আসলে আমি মন্ত্রী মহোদয়ের কাছের হওয়ায় সাধারণ ভোটারদের এসব বলে বিভ্রান্ত করা হচ্ছে।’
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল আজকের পত্রিকা বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।’
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে