পাঁচবিবিতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর, আহত ৫
জয়পুরহাটের পাঁচবিবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ে আসবাব, চেয়ারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উভয় গ্রুপের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।