ষড়যন্ত্রের কবলে পড়েছিলেন এ আর রাহমান
নব্বইয়ের দশকে ‘রোজা’ দিয়ে সিনেমায় সংগীত পরিচালনা শুরু করেন এ আর রাহমান। ভিন্নধর্মী কাজ দিয়ে অল্প সময়েই সবার মন জয় করেন। পরে বলিউডেও সংগীত পরিচালনার জন্য নিয়মিত ডাক পেতে থাকেন। ‘দিল সে’, ‘তাল’, ‘লগান’, ‘স্বদেশ’, ‘দ্য লিজেন্ড অব ভগৎ সিং’, ‘রং দে বাসন্তী’, ‘যোধা আকবর’, ‘রকস্টার’ সিনেমাগুলোও সমৃদ্ধ হয়েছ