বিনোদন ডেস্ক
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও জ্যাকসন ফাইভের প্রতিষ্ঠাতা টিটো জ্যাকসন মারা গেছেন। গত ১৫ সেপ্টম্বের রোববার ৭০ বছর বয়সে প্রয়াত হন এই শিল্পী। সোমবার তাঁর ছোট বোন সংগীতশিল্পী জ্যানেট জ্যাকসন এক বিবৃতির মাধ্যমে টিটোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জ্যানেট জ্যাকসন জানান, নিউ মেক্সিকো থেকে ওকলাহোমার দিকে যাচ্ছিলেন টিটো। পথিমধ্যে মৃত্যু হয় তাঁর। কিন্তু ঠিক কোন স্থানে কীভাবে মারা যান টিটো তা জানাননি জ্যানেট।
সোশ্যাল মিডিয়ায় টিটোর ছেলেরা জানিয়েছেন, ‘আমাদের বাবা, রক অ্যান্ড রোল খ্যাত টিটো জ্যাকসন আর আমাদের মাঝে নেই। তার হৃদয়বিদারক বিদায়ে আমরা হতবাক ও ব্যথিত।’
টিটোর ছেলেরা আরও বলেন, ‘আমাদের বাবা সব সময়ই একে অন্যের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের পরামর্শ দিয়েছেন। তিনি প্রত্যকের ওপর যত্নশীল ছিলেন, ও সবার মঙ্গল চাইতেন।’
টিটো জ্যাকসনের জন্ম ১৯৫৩ সালের ১৫ অক্টোবর। বাবা জ্যো জ্যাকসন, মায়ের নাম ক্যাথরিন জ্যাকসন। টিটো ছিলেন জ্যাকসন পরিবারের ১০ সন্তানের মাঝে তৃতীয়। ১৯৭০-এর দশকে ‘এবিসি’, ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’, ‘আই উইল বি দেয়ার’-এর মতো একাধিক হিট গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন টিটো। ১৯৬৫ সালে গড়ে তোলা জ্যাকসন ফাইভ নামের গানের দলের অন্যান্যদের মাঝে ছিলেন তাঁর ভাই জ্যাকি, জারমেইন, মার্লন ও মাইকেল।
১৯৬০ এবং ১৯৭০ এর দশকের শেষের দিকে মোটাউন লেবেলের সঙ্গে কাজ করে খ্যাতি অর্জন করেন টিটো। পরে ১৯৭০ এবং ১৯৮০-এর দশকের শেষের দিকে এপিক লেবেলে গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করেন।
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও জ্যাকসন ফাইভের প্রতিষ্ঠাতা টিটো জ্যাকসন মারা গেছেন। গত ১৫ সেপ্টম্বের রোববার ৭০ বছর বয়সে প্রয়াত হন এই শিল্পী। সোমবার তাঁর ছোট বোন সংগীতশিল্পী জ্যানেট জ্যাকসন এক বিবৃতির মাধ্যমে টিটোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জ্যানেট জ্যাকসন জানান, নিউ মেক্সিকো থেকে ওকলাহোমার দিকে যাচ্ছিলেন টিটো। পথিমধ্যে মৃত্যু হয় তাঁর। কিন্তু ঠিক কোন স্থানে কীভাবে মারা যান টিটো তা জানাননি জ্যানেট।
সোশ্যাল মিডিয়ায় টিটোর ছেলেরা জানিয়েছেন, ‘আমাদের বাবা, রক অ্যান্ড রোল খ্যাত টিটো জ্যাকসন আর আমাদের মাঝে নেই। তার হৃদয়বিদারক বিদায়ে আমরা হতবাক ও ব্যথিত।’
টিটোর ছেলেরা আরও বলেন, ‘আমাদের বাবা সব সময়ই একে অন্যের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের পরামর্শ দিয়েছেন। তিনি প্রত্যকের ওপর যত্নশীল ছিলেন, ও সবার মঙ্গল চাইতেন।’
টিটো জ্যাকসনের জন্ম ১৯৫৩ সালের ১৫ অক্টোবর। বাবা জ্যো জ্যাকসন, মায়ের নাম ক্যাথরিন জ্যাকসন। টিটো ছিলেন জ্যাকসন পরিবারের ১০ সন্তানের মাঝে তৃতীয়। ১৯৭০-এর দশকে ‘এবিসি’, ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’, ‘আই উইল বি দেয়ার’-এর মতো একাধিক হিট গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন টিটো। ১৯৬৫ সালে গড়ে তোলা জ্যাকসন ফাইভ নামের গানের দলের অন্যান্যদের মাঝে ছিলেন তাঁর ভাই জ্যাকি, জারমেইন, মার্লন ও মাইকেল।
১৯৬০ এবং ১৯৭০ এর দশকের শেষের দিকে মোটাউন লেবেলের সঙ্গে কাজ করে খ্যাতি অর্জন করেন টিটো। পরে ১৯৭০ এবং ১৯৮০-এর দশকের শেষের দিকে এপিক লেবেলে গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করেন।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
২৩ মিনিট আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৪ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৪ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৫ ঘণ্টা আগে