বাড়ছে গোবরের তৈরি জ্বালানির চাহিদা
জ্বালানি খরচ কমাতে গোবর, পাটখড়ি আর তুষ (ধানের খোসা) মিশিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করছে উপজেলার গ্রাম এলাকার মধ্যবিত্ত পরিবারগুলো। গরু লালন-পালন করা পরিবারগুলোতে সম্প্রতি এই ধরনের জ্বালানির চাহিদা বেড়েছে। কারণ গ্যাস ও জ্বালানি কাঠের দাম দিন দিন বাড়ছে।