‘৩৩৩ নম্বরে কল দিতে দিতে আত বেতা বানায়া হালাইছি’
এই নম্বরে অনেক চেষ্টা করেও সংযোগ পাননি মোশারফ বাঘা। ডামুড্যা বাজারের ফুটপাতের দোকানি মোশাররফ বাঘা অভিযোগ করে বলেন, ঈদের আগে ৩৩৩ নম্বরে বহুবার ফোন দিয়েও পাইনি কোনো খাদ্য সহায়তা। এরপর সরাসরি ইউএনওর সঙ্গে দেখা করে খাদ্য সহায়তা সংগ্রহ করে আনি