শরীয়তপুরে তলিয়ে গেছে সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল
জাজির, গোসাইরহাট, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও শরীয়তপুর সদর উপজেলার ৩ হাজার ৫৩৫ হেক্টর ফসলে বন্যার পানি প্রবেশ করেছে। সবচেয়ে বেশি ২ হাজার ২৯৭ হেক্টর জমির বোনা আমন আক্রান্ত হয়েছে। এ ছাড়া রোপা আমন ৯০১ হেক্টর, সবজি ২০৫ হেক্টর, আখ ৯১ হেক্টর ও ৪১ হেক্টর জমির পান পানিতে তলিয়ে গেছে।