মণিপুরি থিয়েটারের ২৫ বছর
আজ মঞ্চনাটকের দল মণিপুরি থিয়েটারের রজতজয়ন্তী। ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করা এ দলের প্রথম নাটক ‘মেঘ-বৃষ্টি-রোদ’। গত ২৫ বছরে নাট্যপ্রযোজনা ছাড়াও ঐতিহ্যবাহী পালা, গান, নৃত্য, সাহিত্য, গবেষণা, পাঠচর্চাসহ নানান ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে মণিপুরি থিয়েটার।