সত্তরের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন আফজাল হোসেন। পরবর্তী সময়ে তিনি চলে আসেন টিভি নাটকে। আশির দশকে শুরু করেন বিজ্ঞাপন নির্মাণ। একটা সময় পর্যন্ত মঞ্চই ছিল আফজাল হোসেনের ধ্যান-জ্ঞান।
কিন্তু ক্যারিয়ারের নানা ব্যস্ততার কারণে দীর্ঘ দুই যুগ তিনি মঞ্চ নাটকের বাইরে। ঢাকার মঞ্চ অনেকদিন আফজাল হোসেনের শূন্যতায় ভুগছিল। তিনি নিজেও মঞ্চে ফেরার জন্য উদগ্রীব ছিলেন। এতদিন পর সেই চেনা জায়গা মঞ্চ নাটকে ফিরছেন আফজাল হোসেন।
খবরটি জানিয়েছেন নাট্যকার মাসুম রেজা। তাঁর লেখা ‘পেন্ডুলাম’ নাটকে অভিনয়ের মধ্য দিয়েই বিরতি ভাঙবেন আফজাল হোসেন। এ নাটকের নির্দেশনা দেবেন নাসিরউদ্দীন ইউসুফ। নাটকটি যৌথভাবে প্রযোজনা করছে ঢাকা থিয়েটার ও দেশ নাটক।
মাসুম রেজা জানিয়েছেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ‘পেন্ডুলাম’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। একসঙ্গে চারটি শো হবে।
বর্তমানে নাটকটির মহড়া চলছে নিয়মিত। মহড়ায় আফজাল হোসেন ছাড়াও অংশ নিচ্ছেন নাজনীন হাসান চুমকি ও কামাল আহমেদ। ‘পেন্ডুলাম’ নাটকে এ তিনটি চরিত্র দেখা যাবে।
নাটকটির প্রেক্ষাপট এই শহর। একজন সাধারণ মানুষের বদলে যাওয়ার গল্প ‘পেন্ডুলাম’। পুঁজিবাদী সমাজ এবং রাষ্ট্রব্যবস্থার মধ্যে অসংগতির সময়ে বেড়ে ওঠা একজন মানুষের প্রায় শেষ বয়সের অবস্থাটা দেখানোর চেষ্টা করা হয়েছে এ নাটকে, জানিয়েছেন নাট্যকার।
সত্তরের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন আফজাল হোসেন। পরবর্তী সময়ে তিনি চলে আসেন টিভি নাটকে। আশির দশকে শুরু করেন বিজ্ঞাপন নির্মাণ। একটা সময় পর্যন্ত মঞ্চই ছিল আফজাল হোসেনের ধ্যান-জ্ঞান।
কিন্তু ক্যারিয়ারের নানা ব্যস্ততার কারণে দীর্ঘ দুই যুগ তিনি মঞ্চ নাটকের বাইরে। ঢাকার মঞ্চ অনেকদিন আফজাল হোসেনের শূন্যতায় ভুগছিল। তিনি নিজেও মঞ্চে ফেরার জন্য উদগ্রীব ছিলেন। এতদিন পর সেই চেনা জায়গা মঞ্চ নাটকে ফিরছেন আফজাল হোসেন।
খবরটি জানিয়েছেন নাট্যকার মাসুম রেজা। তাঁর লেখা ‘পেন্ডুলাম’ নাটকে অভিনয়ের মধ্য দিয়েই বিরতি ভাঙবেন আফজাল হোসেন। এ নাটকের নির্দেশনা দেবেন নাসিরউদ্দীন ইউসুফ। নাটকটি যৌথভাবে প্রযোজনা করছে ঢাকা থিয়েটার ও দেশ নাটক।
মাসুম রেজা জানিয়েছেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ‘পেন্ডুলাম’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। একসঙ্গে চারটি শো হবে।
বর্তমানে নাটকটির মহড়া চলছে নিয়মিত। মহড়ায় আফজাল হোসেন ছাড়াও অংশ নিচ্ছেন নাজনীন হাসান চুমকি ও কামাল আহমেদ। ‘পেন্ডুলাম’ নাটকে এ তিনটি চরিত্র দেখা যাবে।
নাটকটির প্রেক্ষাপট এই শহর। একজন সাধারণ মানুষের বদলে যাওয়ার গল্প ‘পেন্ডুলাম’। পুঁজিবাদী সমাজ এবং রাষ্ট্রব্যবস্থার মধ্যে অসংগতির সময়ে বেড়ে ওঠা একজন মানুষের প্রায় শেষ বয়সের অবস্থাটা দেখানোর চেষ্টা করা হয়েছে এ নাটকে, জানিয়েছেন নাট্যকার।
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
৫ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৫ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৮ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৭ ঘণ্টা আগে