করোনা মহামারিতে দীর্ঘ বিরতির পর মঞ্চে আসছে বটতলার নতুন নাটক ‘মার্ক্স ইন সোহো’। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে নাটকে। কার্ল মার্ক্সের মৃত্যুর ১০০ বছর পেরিয়ে গেছে; কিন্তু এখনো তাঁর ভাবনা অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। দাস ক্যাপিটাল বা কমিউনিস্ট মেনিফেস্টোয় তিনি মানুষকে এক হওয়ার যে আহ্বান জানিয়েছিলেন, তা এখনো প্রাসঙ্গিক।
কার্ল মার্ক্স নিজ জন্মভূমি সোহো থেকে বহিষ্কৃত হয়েছিলেন। নাট্যকার হাওয়ার্ড জিন তাঁর নাট্যভাবনায় একজন দার্শনিক এবং ব্যক্তি কার্ল মার্ক্সকে একই সুতোয় গেঁথেছেন। ফুটিয়ে তুলেছেন মার্ক্সের দুটো সত্তাকে একসঙ্গে। আর এ কারণেই নাটকটি বিশেষ হয়ে উঠেছে।
আগামী ৬-৯ অক্টোবর পর্যন্ত বটতলা ও যাত্রিক-এর যৌথ প্রযোজনার নাটকটি মঞ্চস্থ হবে বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। প্রদর্শনীর সময় ৬ ও ৭ অক্টোবর সন্ধ্যা ৭টা এবং ৮ ও ৯ অক্টোবর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।
নাট্যকার হাওয়ার্ড জিনের নাটকটি অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নির্দেশনা, সেট ডিজাইন, আলোক ও সংগীত পরিকল্পনায় নায়লা আজাদ। অভিনয়ে হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা।
করোনা মহামারিতে দীর্ঘ বিরতির পর মঞ্চে আসছে বটতলার নতুন নাটক ‘মার্ক্স ইন সোহো’। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে নাটকে। কার্ল মার্ক্সের মৃত্যুর ১০০ বছর পেরিয়ে গেছে; কিন্তু এখনো তাঁর ভাবনা অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। দাস ক্যাপিটাল বা কমিউনিস্ট মেনিফেস্টোয় তিনি মানুষকে এক হওয়ার যে আহ্বান জানিয়েছিলেন, তা এখনো প্রাসঙ্গিক।
কার্ল মার্ক্স নিজ জন্মভূমি সোহো থেকে বহিষ্কৃত হয়েছিলেন। নাট্যকার হাওয়ার্ড জিন তাঁর নাট্যভাবনায় একজন দার্শনিক এবং ব্যক্তি কার্ল মার্ক্সকে একই সুতোয় গেঁথেছেন। ফুটিয়ে তুলেছেন মার্ক্সের দুটো সত্তাকে একসঙ্গে। আর এ কারণেই নাটকটি বিশেষ হয়ে উঠেছে।
আগামী ৬-৯ অক্টোবর পর্যন্ত বটতলা ও যাত্রিক-এর যৌথ প্রযোজনার নাটকটি মঞ্চস্থ হবে বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। প্রদর্শনীর সময় ৬ ও ৭ অক্টোবর সন্ধ্যা ৭টা এবং ৮ ও ৯ অক্টোবর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।
নাট্যকার হাওয়ার্ড জিনের নাটকটি অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নির্দেশনা, সেট ডিজাইন, আলোক ও সংগীত পরিকল্পনায় নায়লা আজাদ। অভিনয়ে হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৫ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৮ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৮ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১২ ঘণ্টা আগে