‘হয়ে যান থিয়েটারিয়ান’ এই স্লোগানে নতুন নাট্যশিল্পী নিচ্ছে মঞ্চ নাটকের দল ‘থিয়েটারিয়ান’। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানা ১০ দিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে দলটি। কর্মশালাটি চলবে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।
প্রশিক্ষক হিসেবে থাকবেন মামুনুর রশীদ, আতাউর রহমান, শিমুল ইউসুফ, তারিক আনাম খান, রহমত আলী, মাসুম রেজা, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, মোহাম্মদ আলী হায়দার, মোশাররফ করিম, আশিকুর রহমান লিয়ন, শিশির রহমান, মজুমদার বিপ্লব, ধীমান চন্দ্র বর্মনসহ বিশিষ্ট নাট্যজনেরা।
‘থিয়েটারিয়ান’-এর এ কর্মশালায় অংশ নেওয়ার জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে— চিলেকোঠা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়ার প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।
নিজস্ব চিন্তা-চেতনায় সময় উপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে ‘থিয়েটারিয়ান’। গণতান্ত্রিকভাবে পরিচালিত হবার লক্ষ্যে দলটি সর্বদা ব্রত। থিয়েটারিয়ান বিশ্বাস করে, নাটক মঞ্চায়নের ক্ষেত্রে শুধু সংখ্যা নয়; প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী, সুস্থ বিনোদন ও শিল্পমানকে প্রাধান্য দিতে হবে। তার উপর ভিত্তি করে নতুন নাটক মঞ্চে আনার লক্ষ্যে কাজ করছে ‘থিয়েটারিয়ান’। নতুন মুখ ও তরুণ প্রজন্মকে মঞ্চ নাটকে আগ্রহী করতেই এই উদ্যোগ নিয়েছে দলটি।
‘হয়ে যান থিয়েটারিয়ান’ এই স্লোগানে নতুন নাট্যশিল্পী নিচ্ছে মঞ্চ নাটকের দল ‘থিয়েটারিয়ান’। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানা ১০ দিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে দলটি। কর্মশালাটি চলবে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।
প্রশিক্ষক হিসেবে থাকবেন মামুনুর রশীদ, আতাউর রহমান, শিমুল ইউসুফ, তারিক আনাম খান, রহমত আলী, মাসুম রেজা, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, মোহাম্মদ আলী হায়দার, মোশাররফ করিম, আশিকুর রহমান লিয়ন, শিশির রহমান, মজুমদার বিপ্লব, ধীমান চন্দ্র বর্মনসহ বিশিষ্ট নাট্যজনেরা।
‘থিয়েটারিয়ান’-এর এ কর্মশালায় অংশ নেওয়ার জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে— চিলেকোঠা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়ার প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।
নিজস্ব চিন্তা-চেতনায় সময় উপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে ‘থিয়েটারিয়ান’। গণতান্ত্রিকভাবে পরিচালিত হবার লক্ষ্যে দলটি সর্বদা ব্রত। থিয়েটারিয়ান বিশ্বাস করে, নাটক মঞ্চায়নের ক্ষেত্রে শুধু সংখ্যা নয়; প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী, সুস্থ বিনোদন ও শিল্পমানকে প্রাধান্য দিতে হবে। তার উপর ভিত্তি করে নতুন নাটক মঞ্চে আনার লক্ষ্যে কাজ করছে ‘থিয়েটারিয়ান’। নতুন মুখ ও তরুণ প্রজন্মকে মঞ্চ নাটকে আগ্রহী করতেই এই উদ্যোগ নিয়েছে দলটি।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৫ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৮ ঘণ্টা আগে