‘আমি যে লেভেলের খেলোয়াড়, যে পারফর্ম করা উচিত সেটা পারিনি’
ফর্মহীনতার কারণে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা সইতে হচ্ছে লিটন দাসকে। তাঁকে বিশ্বকাপ দলে রাখা নিয়েও অনেক আলোচনা চলছে। তবে গত কয়েক ম্যাচে রান না পেলেও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে লিটনের ওপর আস্থা রেখেছেন। লিটন নিজেও উপলব্ধি করেছেন, আগের বিশ্বকাপে তাঁর যে দায়িত্ব নিয়ে খেলার কথা, সেটি পারেননি।