লিটন দাস, নাজমুল হোসেন শান্ত-কেউই নেই ছন্দে। বাংলাদেশের দুই ক্রিকেটারের কাউকে কেনেনি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোনো দল।
২০২৪ এলপিএলকে সামনে রেখে আজ হয়েছে নিলাম। ড্রাফটে ছিল লিটনের নাম। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫ লাখ ১৫ হাজার টাকা। তবে এলপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। শান্তর প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোভাব ছিল একই রকম।
চলতি বছর সাদা বলের ক্রিকেটে লিটন বেশ ভুগছেন। আন্তর্জাতিক ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) কোথাও তিনি আশানুরূপ কিছু করতে পারেননি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি—এরই মধ্যে বাংলাদেশ দলের একাদশ থেকেও দুইবার বাদ পড়ার ঘটনা রয়েছে এই বছর। টেস্ট, ওয়ানডে মিলে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে এ বছর খেলেছেন ৮ ম্যাচ। করেছেন ৭৯ রান, তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুই জন। তাসকিন আহমেদকে ৫৮ লাখ ৬০ হাজার টাকায় কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। লিটনের মতো ড্রাফটে নাম দিয়েও দল পাননি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তর মতো তারকারা। যেখানে গত এলপিএলটা দুর্দান্ত কেটেছিল হৃদয়ের। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইকরেটে করেন ১৫৫ রান। লিটন অবশ্য গত মৌসুমেও ব্যর্থ ছিলেন। গল টাইটানসের জার্সিতে ৩ ম্যাচে করেন ৩৪ রান।
২০২০ থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। জাফনা জিতেছে তিনবার। একবার জিতেছে বি-লাভ ক্যান্ডি। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম। কলম্বো স্ট্রাইকার্স, বি-লাভ ক্যান্ডি, ডাম্বুলা থান্ডার্স, গল মার্ভেলস, জাফনা কিংস—পাঁচ দল নিয়ে হবে এবারের এলপিএল।
আরও পড়ুন:
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত-কেউই নেই ছন্দে। বাংলাদেশের দুই ক্রিকেটারের কাউকে কেনেনি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোনো দল।
২০২৪ এলপিএলকে সামনে রেখে আজ হয়েছে নিলাম। ড্রাফটে ছিল লিটনের নাম। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫ লাখ ১৫ হাজার টাকা। তবে এলপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। শান্তর প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোভাব ছিল একই রকম।
চলতি বছর সাদা বলের ক্রিকেটে লিটন বেশ ভুগছেন। আন্তর্জাতিক ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) কোথাও তিনি আশানুরূপ কিছু করতে পারেননি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি—এরই মধ্যে বাংলাদেশ দলের একাদশ থেকেও দুইবার বাদ পড়ার ঘটনা রয়েছে এই বছর। টেস্ট, ওয়ানডে মিলে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে এ বছর খেলেছেন ৮ ম্যাচ। করেছেন ৭৯ রান, তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুই জন। তাসকিন আহমেদকে ৫৮ লাখ ৬০ হাজার টাকায় কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। লিটনের মতো ড্রাফটে নাম দিয়েও দল পাননি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তর মতো তারকারা। যেখানে গত এলপিএলটা দুর্দান্ত কেটেছিল হৃদয়ের। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইকরেটে করেন ১৫৫ রান। লিটন অবশ্য গত মৌসুমেও ব্যর্থ ছিলেন। গল টাইটানসের জার্সিতে ৩ ম্যাচে করেন ৩৪ রান।
২০২০ থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। জাফনা জিতেছে তিনবার। একবার জিতেছে বি-লাভ ক্যান্ডি। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম। কলম্বো স্ট্রাইকার্স, বি-লাভ ক্যান্ডি, ডাম্বুলা থান্ডার্স, গল মার্ভেলস, জাফনা কিংস—পাঁচ দল নিয়ে হবে এবারের এলপিএল।
আরও পড়ুন:
টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
১৮ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১৩ ঘণ্টা আগে