লিটন দাস, নাজমুল হোসেন শান্ত-কেউই নেই ছন্দে। বাংলাদেশের দুই ক্রিকেটারের কাউকে কেনেনি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোনো দল।
২০২৪ এলপিএলকে সামনে রেখে আজ হয়েছে নিলাম। ড্রাফটে ছিল লিটনের নাম। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫ লাখ ১৫ হাজার টাকা। তবে এলপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। শান্তর প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোভাব ছিল একই রকম।
চলতি বছর সাদা বলের ক্রিকেটে লিটন বেশ ভুগছেন। আন্তর্জাতিক ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) কোথাও তিনি আশানুরূপ কিছু করতে পারেননি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি—এরই মধ্যে বাংলাদেশ দলের একাদশ থেকেও দুইবার বাদ পড়ার ঘটনা রয়েছে এই বছর। টেস্ট, ওয়ানডে মিলে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে এ বছর খেলেছেন ৮ ম্যাচ। করেছেন ৭৯ রান, তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুই জন। তাসকিন আহমেদকে ৫৮ লাখ ৬০ হাজার টাকায় কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। লিটনের মতো ড্রাফটে নাম দিয়েও দল পাননি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তর মতো তারকারা। যেখানে গত এলপিএলটা দুর্দান্ত কেটেছিল হৃদয়ের। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইকরেটে করেন ১৫৫ রান। লিটন অবশ্য গত মৌসুমেও ব্যর্থ ছিলেন। গল টাইটানসের জার্সিতে ৩ ম্যাচে করেন ৩৪ রান।
২০২০ থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। জাফনা জিতেছে তিনবার। একবার জিতেছে বি-লাভ ক্যান্ডি। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম। কলম্বো স্ট্রাইকার্স, বি-লাভ ক্যান্ডি, ডাম্বুলা থান্ডার্স, গল মার্ভেলস, জাফনা কিংস—পাঁচ দল নিয়ে হবে এবারের এলপিএল।
আরও পড়ুন:
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত-কেউই নেই ছন্দে। বাংলাদেশের দুই ক্রিকেটারের কাউকে কেনেনি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোনো দল।
২০২৪ এলপিএলকে সামনে রেখে আজ হয়েছে নিলাম। ড্রাফটে ছিল লিটনের নাম। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫ লাখ ১৫ হাজার টাকা। তবে এলপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। শান্তর প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোভাব ছিল একই রকম।
চলতি বছর সাদা বলের ক্রিকেটে লিটন বেশ ভুগছেন। আন্তর্জাতিক ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) কোথাও তিনি আশানুরূপ কিছু করতে পারেননি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি—এরই মধ্যে বাংলাদেশ দলের একাদশ থেকেও দুইবার বাদ পড়ার ঘটনা রয়েছে এই বছর। টেস্ট, ওয়ানডে মিলে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে এ বছর খেলেছেন ৮ ম্যাচ। করেছেন ৭৯ রান, তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুই জন। তাসকিন আহমেদকে ৫৮ লাখ ৬০ হাজার টাকায় কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। লিটনের মতো ড্রাফটে নাম দিয়েও দল পাননি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তর মতো তারকারা। যেখানে গত এলপিএলটা দুর্দান্ত কেটেছিল হৃদয়ের। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইকরেটে করেন ১৫৫ রান। লিটন অবশ্য গত মৌসুমেও ব্যর্থ ছিলেন। গল টাইটানসের জার্সিতে ৩ ম্যাচে করেন ৩৪ রান।
২০২০ থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। জাফনা জিতেছে তিনবার। একবার জিতেছে বি-লাভ ক্যান্ডি। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম। কলম্বো স্ট্রাইকার্স, বি-লাভ ক্যান্ডি, ডাম্বুলা থান্ডার্স, গল মার্ভেলস, জাফনা কিংস—পাঁচ দল নিয়ে হবে এবারের এলপিএল।
আরও পড়ুন:
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১১ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১৩ ঘণ্টা আগে