নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা দুই চারের পর একটি ডট, পরের বলে দারুণ ছক্কায় গ্যালারি ছাড়া করলেন নাসিম শাহকে, পঞ্চম বলে পুল করে নজরকাড়া চার—১৭তম টেস্ট ফিফটি হয়ে গেল লিটন দাসের। অপর প্রান্তে আগেই ফিফটি করা মুশফিকুর রহিম এগিয়ে এসে শুভেচ্ছা জানালেন এক বছরের বেশি সময় পর টেস্টে ফিফটি পাওয়া লিটনকে।
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের অবস্থা নির্ভর করছে লিটন-মুশফিকের ওপরও। তৃতীয় দিনটা বেশ ভালো কেটেছে সফরকারীদের। দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ১৩২ রান। লিটন ৫২ ও মুশফিক ৫৫ রানে অপরাজিত আছেন।
কোনো উইকেটে না হারিয়ে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে ১৩৬ রানে হারায় ২ উইকেটে। দ্বিতীয় সেশনেও হারিয়েছে গুরুত্বপূর্ণ ২টি উইকেট, বিপরীতে এই সেশনে রান জমা করেছে ৬৩। লিটন-মুশফিকের সৌজন্যে তৃতীয় সেশনটাও কেটেছে দারুণ। ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৫ রান।
তার আগে দুই বছরের বেশি সময় পর সাদমান ইসলামের ফেরাটাও হয়েছে দুর্দান্ত। কিন্তু দ্বিতীয় সেশনের শেষ বলে উজ্জ্বল প্রত্যাবর্তনটা আক্ষেপে রূপ নেয় বাঁহাতি ওপেনারের। ৭ রানের জন্য হাতছাড়া হয়েছে সেঞ্চুরি। সাদমানের সেঞ্চুরির আক্ষেপের পরও রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশও।
দিনের শুরুতেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির হাসান। ব্যাট ছুঁয়ে পেছনে যায় বল, বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির।
৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ও শান্ত জুটি বড় করার চেষ্টা করেন। সেটি হতে দেননি খুররম শাহজাদ। ২৭ তম ওভারের শেষ বলে খুররমের দারুণ এক ইনসুইংয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত (১৬)। ভাঙে ২২ রানের জুটি।
৫৩ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে ওঠে। ছন্দে থাকা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ৯৪ রানের দারুণ একটি জুটি গড়েন সাদমান। দুজনে তুলে নেন ফিফটিও। ১৯ তম টেস্ট সেঞ্চুরির পর খুররাম শান্তকে আউট করা প্রায় একই রকম ডেলিভারিতে বোল্ড করেন মুমিনুলকে (৫০)। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল।
চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে আরেকটি জুটি গড়েন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৬৬তম ওভারে মোহাম্মদ আলীর গুড লেংথের বল ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন সাদমান। বোল্ড হয়ে ফেরেন ১৮৩ বলে ৯৩ রান করে। ইনিংসে ছিল ১২টি চারের বাউন্ডারি।
৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। সায়েম আইয়ুবের বলে কাভারে শান মাসুদকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রানে। ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটনের ৯৮ রানের জুটিতে ভালো অবস্থায় বাংলাদেশও। পাকিস্তানের পেসার খুররম নিয়েছেন ২টি উইকেট।
টানা দুই চারের পর একটি ডট, পরের বলে দারুণ ছক্কায় গ্যালারি ছাড়া করলেন নাসিম শাহকে, পঞ্চম বলে পুল করে নজরকাড়া চার—১৭তম টেস্ট ফিফটি হয়ে গেল লিটন দাসের। অপর প্রান্তে আগেই ফিফটি করা মুশফিকুর রহিম এগিয়ে এসে শুভেচ্ছা জানালেন এক বছরের বেশি সময় পর টেস্টে ফিফটি পাওয়া লিটনকে।
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের অবস্থা নির্ভর করছে লিটন-মুশফিকের ওপরও। তৃতীয় দিনটা বেশ ভালো কেটেছে সফরকারীদের। দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ১৩২ রান। লিটন ৫২ ও মুশফিক ৫৫ রানে অপরাজিত আছেন।
কোনো উইকেটে না হারিয়ে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে ১৩৬ রানে হারায় ২ উইকেটে। দ্বিতীয় সেশনেও হারিয়েছে গুরুত্বপূর্ণ ২টি উইকেট, বিপরীতে এই সেশনে রান জমা করেছে ৬৩। লিটন-মুশফিকের সৌজন্যে তৃতীয় সেশনটাও কেটেছে দারুণ। ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৫ রান।
তার আগে দুই বছরের বেশি সময় পর সাদমান ইসলামের ফেরাটাও হয়েছে দুর্দান্ত। কিন্তু দ্বিতীয় সেশনের শেষ বলে উজ্জ্বল প্রত্যাবর্তনটা আক্ষেপে রূপ নেয় বাঁহাতি ওপেনারের। ৭ রানের জন্য হাতছাড়া হয়েছে সেঞ্চুরি। সাদমানের সেঞ্চুরির আক্ষেপের পরও রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশও।
দিনের শুরুতেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির হাসান। ব্যাট ছুঁয়ে পেছনে যায় বল, বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির।
৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ও শান্ত জুটি বড় করার চেষ্টা করেন। সেটি হতে দেননি খুররম শাহজাদ। ২৭ তম ওভারের শেষ বলে খুররমের দারুণ এক ইনসুইংয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত (১৬)। ভাঙে ২২ রানের জুটি।
৫৩ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে ওঠে। ছন্দে থাকা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ৯৪ রানের দারুণ একটি জুটি গড়েন সাদমান। দুজনে তুলে নেন ফিফটিও। ১৯ তম টেস্ট সেঞ্চুরির পর খুররাম শান্তকে আউট করা প্রায় একই রকম ডেলিভারিতে বোল্ড করেন মুমিনুলকে (৫০)। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল।
চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে আরেকটি জুটি গড়েন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৬৬তম ওভারে মোহাম্মদ আলীর গুড লেংথের বল ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন সাদমান। বোল্ড হয়ে ফেরেন ১৮৩ বলে ৯৩ রান করে। ইনিংসে ছিল ১২টি চারের বাউন্ডারি।
৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। সায়েম আইয়ুবের বলে কাভারে শান মাসুদকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রানে। ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটনের ৯৮ রানের জুটিতে ভালো অবস্থায় বাংলাদেশও। পাকিস্তানের পেসার খুররম নিয়েছেন ২টি উইকেট।
ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৪ ঘণ্টা আগে