মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার
আজহারী তাঁর ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘রংপুর বিভাগের বন্ধুরা, ইনশা আল্লাহ আগামীকাল থাকছি লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে, ইসলামিক সোসাইটি লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’