শহরে জোয়ারের পানি
পানির বিপৎসীমা হচ্ছে ২ দশমিক ৮১। কিন্তু গতকাল পানির স্তর ছিল ৩ দশমিক ১২। তলিয়ে যায় রাঙ্গাবালী, কলাপাড়া, দশমিনা, বাউফল, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার অর্ধশতাধিক চর। এমনকি জোয়ারের পানি ঢুকে পড়ে পটুয়াখালী পৌর শহরে। তলিয়ে যায় নতুন বাজার, মহিলা কলেজ রোড, কলেজ রোডসহ শহরের নিম্নাঞ্চল এলাকা। এসব এলাকা দিনে ও র