Ajker Patrika

মৃদু তাপপ্রবাহ বইছে, গরম আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মে ২০২৩, ১৪: ১০
মৃদু তাপপ্রবাহ বইছে, গরম আরও বাড়তে পারে

গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। তবে চলতি মে মাসে স্বাভাবিক বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলেছে, এ মাসে এক থেকে দুটি লঘুচাপ হতে পারে। আর মাসের দ্বিতীয় সপ্তাহে এই লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে।
এদিকে সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, রংপুর দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ চুয়াডাঙ্গায় ৩৭.৫ ও সর্বনিম্ন ডিমলায় ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সারা দিন আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেটে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত