`না খেয়ে মরার চেয়ে করোনায় মরা ভালো'
সোহেল রানা বলেন, `আমি ও আমার স্ত্রী ঢাকায় গার্মেন্টস কাজ করি। ঈদের আগে গাড়ি চলতে দিল এখন গাড়ি বন্ধ করে গার্মেন্টস খুলে দিল। অথচ আমাদের কথা কেউ ভাবল না। আমরা যাব কীভাবে? এখন আবার স্ত্রী ও ছোট বাচ্চা নিয়ে অধিক ভাড়া দিয়ে ট্রাকে করে যাচ্ছি। যদি আবার চাকরি চলে যায়, তাহলে না খেয়ে মরতে হবে। না খেয়ে মরার চে