Ajker Patrika

লকডাউন অমান্য করায় ময়মনসিংহে ২১৩ মামলা

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২: ১৭
লকডাউন অমান্য করায় ময়মনসিংহে ২১৩ মামলা

কঠোর লকডাউনের নবম দিনে বিধিনিষেধ অমান্য করায় ময়মনসিংহে ২১৩ মামলায় ১ লাখ ৯২ হাজার ৪৯০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা শহর ও উপজেলাগুলোতে অভিযান চালিয়ে ২১৩ মামলায় ১ লাখ ৯২ হাজার ৪৯০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আয়েশা হক আরও বলেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সহযোগিতা করছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনকে সহায়তা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত