রিসোর্টের জন্য বন কেটে রাস্তা করে দিলেন এমপি
রিসোর্টে যাওয়ার জন্য সংরক্ষিত বনের গাছ কেটে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছিল প্রভাবশালীরা। তবে বাধা দেয় বন বিভাগ, বাঁশের খুঁটি গেড়ে বন্ধ করে দেয় অবৈধ রাস্তা। এবার সেই রাস্তা উদ্ধারে এগিয়ে এলেন স্বয়ং স্থানীয় সংসদ সদস্য। তাঁর উপস্থিতিতেই রাস্তা গড়ে গেল বনখেকোর দল। গতকাল বুধবার গাজীপুরের রাজেন্দ্রপুর রে