পন্টিং ভারতের অধিনায়ক হলে কোহলির জীবনকে সহজ করে দিতেন
বিরাট কোহলির ছন্দহীনতা নিয়ে কত সাবেক ক্রিকেটার কত কথায় না বলছেন! এবার রিকি পন্টিং শোনালেন ভিন্ন কথা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি জানালেন, তিনি যদি এ সময় ভারতের অধিনায়ক কিংবা কোচ হতেন তাহলে কোহলির জীবনে কেমন প্রভাব পড়ত।