রায়পুরে কলেরার প্রকোপ?
লক্ষ্মীপুরের রায়পুরে ডায়রিয়া নয়, কলেরার প্রকোপ দেখা দিয়েছে। এত দিন একে ডায়রিয়া বলা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন নতুন এই তথ্য। তাঁদের মতে, এই জীবাণুর ধরন পুরোনো কলেরা রোগের মতোই। দ্রুত এই জীবাণু ছড়িয়ে পড়ছে। তা ছাড়া আক্রান্ত ব্যক্তি অল্পতেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন।