ট্যাংক বিস্ফোরিত হয়ে পর্তুগালের রাস্তায় ওয়াইনের স্রোত
পর্তুগালের ছোট্ট এক শহরের বাসিন্দারা অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়। তারা হঠাৎই আবিষ্কার করে, শহরের রাস্তাগুলো লাল রং ধারণ করেছে। বন্যার পানির তোড়ের মতো হঠাৎ ছড়িয়ে পড়া ওয়াইনের কারণেই এমন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়তে হয়। এই ওয়াইনের পরিমাণটাও আপনাকে চমকে দেবে, ৬ লাখ গ্যালন!