নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাহাড় কেটে সড়ক তৈরির অভিযোগে চট্টগ্রামে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার নগরীতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সত্যতা পায় প্রশাসনের কর্মকর্তারা। এরপর পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামকে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
মামলায় অভিযুক্তরা হলেন-ভূমিমালিক মোহাম্মদ হাছান আহাম্মদ কন্ট্রাক্টর, মোহাম্মদ আইয়ুব মিঞা, জাফর আহামদ মজুমদার, এস এম নুরুন্নবী, সৈয়দা মাসকুরা আক্তার, মোছাম্মৎ জেবুন্নাহার খানম, মোছাম্মৎ শকিনা আক্তার চৌধুরী, সোহরাব হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ নাসির উদ্দিন, ফরিদ মিঞা, আবুল মনসুর, মোহাম্মদ ইলিয়াছ, ডাক্তার শামীমা আকতার, মোহাম্মদ হামিদ ও মোহাম্মদ সোলায়মান।
এ ছাড়া বায়নামূলে মালিকানা নিয়ে সড়ক তৈরিতে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় আরও একজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয় জেলা প্রশাসন।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম আকবর হোসেন খোকন। তিনি নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল হক জসিমের ভাই। কাউন্সিলর জসিমের বিরুদ্ধেও পাহাড় কাটার অভিযোগে থানায় একাধিক মামলা আছে।
এই বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কেটে ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামি সিডিএ লিংক রোডের পাশে একটি রাস্তা বানানো হচ্ছে। রেকর্ড অনুযায়ী উত্তর পাহাড়তলী মৌজার টিলা শ্রেণির ১৯৩ দাগের দেড় একরের বেশি পাহাড়ের মালিক ১৬ জন। এদের কাছ থেকে বায়নাসূত্রে মালিকানা নিয়ে আকবর হোসেন খোকন পাহাড় কেটে চলাচলের রাস্তা নির্মাণ করছিলেন।’
তিনি আরও বলেন, অভিযানের পর পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশ অধিদপ্তরকে আকবর শাহ থানায় মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
এই বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো কোনো এজাহার পাইনি। এজাহার পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পাহাড় কেটে সড়ক তৈরির অভিযোগে চট্টগ্রামে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার নগরীতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সত্যতা পায় প্রশাসনের কর্মকর্তারা। এরপর পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামকে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
মামলায় অভিযুক্তরা হলেন-ভূমিমালিক মোহাম্মদ হাছান আহাম্মদ কন্ট্রাক্টর, মোহাম্মদ আইয়ুব মিঞা, জাফর আহামদ মজুমদার, এস এম নুরুন্নবী, সৈয়দা মাসকুরা আক্তার, মোছাম্মৎ জেবুন্নাহার খানম, মোছাম্মৎ শকিনা আক্তার চৌধুরী, সোহরাব হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ নাসির উদ্দিন, ফরিদ মিঞা, আবুল মনসুর, মোহাম্মদ ইলিয়াছ, ডাক্তার শামীমা আকতার, মোহাম্মদ হামিদ ও মোহাম্মদ সোলায়মান।
এ ছাড়া বায়নামূলে মালিকানা নিয়ে সড়ক তৈরিতে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় আরও একজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয় জেলা প্রশাসন।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম আকবর হোসেন খোকন। তিনি নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল হক জসিমের ভাই। কাউন্সিলর জসিমের বিরুদ্ধেও পাহাড় কাটার অভিযোগে থানায় একাধিক মামলা আছে।
এই বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কেটে ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামি সিডিএ লিংক রোডের পাশে একটি রাস্তা বানানো হচ্ছে। রেকর্ড অনুযায়ী উত্তর পাহাড়তলী মৌজার টিলা শ্রেণির ১৯৩ দাগের দেড় একরের বেশি পাহাড়ের মালিক ১৬ জন। এদের কাছ থেকে বায়নাসূত্রে মালিকানা নিয়ে আকবর হোসেন খোকন পাহাড় কেটে চলাচলের রাস্তা নির্মাণ করছিলেন।’
তিনি আরও বলেন, অভিযানের পর পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশ অধিদপ্তরকে আকবর শাহ থানায় মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
এই বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো কোনো এজাহার পাইনি। এজাহার পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠুন আচার্য্য অনুজ। এক সময়ের অভাবী পরিবার থেকে উঠে আসা এই যুবক বর্তমানে কয়েক কোটি টাকার মালিক বলে অভিযোগ উঠেছে। দৃশ্যমান কোনো ব্যবসা বা আয়ের উৎস ছাড়াই সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে...
৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নতুন সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ২৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে। সদস্য ও প্রার্থিতার বয় নির্ধারণ করা হয়েছে ৩০ বছর। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৫৯ তম সিন্ডিকেট সভায় নতুন এ গঠনতন্ত্রের অনুমোদন দেওয়া
১৭ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর থেকে ভরাটের সড়কটির বেহাল দশা দীর্ঘদিনের। প্রায় ২৫ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দেবীপুর ও ভরাট গ্রামের সাধারণ মানুষ ও চাষিরা। বৃষ্টির মৌসুমে দুর্ভোগ আরও তীব্র হয়। কাদা ও গর্তে ভরা এই সড়কে হেঁটে চলাও...
২২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মো. আরিফুল। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন গ্রন্থাগারে মোজাইকের কাজ করতেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে