পুলিশ সপ্তাহে থাকছে না প্যারেড, আরও পর্ব কাটছাঁট
প্রতিবছর জানুয়ারিতে আড়ম্বরপূর্ণ আয়োজনে পুলিশ সপ্তাহ পালিত হলেও এবার হচ্ছে চলতি এপ্রিল মাসের শেষ দিকে। তিন দিনের এই কাটছাঁট আয়োজনে থাকছে না ঐতিহ্যবাহী প্যারেড, কল্যাণ সভা, রাষ্ট্রপতির সঙ্গে সম্মিলন। পুরো অনুষ্ঠান হবে ইনডোরে। বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হবে কি না, সে সিদ্ধান্তও এখনো হয়নি।