রাশিয়ায় জনসংখ্যা বাড়াতে নারীদের মিনি স্কার্ট পরার পরামর্শে শোরগোল
রাশিয়ার তারুসা শহরের স্থানীয় পরিষদের সদস্য ইয়েভজেনি রুদেঙ্কো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তারুসার নারীদের অনুরোধ করা হচ্ছে, যেন তারা রৌদ্রোজ্জ্বল দিনে বেশি করে মিনি স্কার্ট পরেন, যেন রাশিয়ার জন্মহার বাড়ে।’