সয়াবিনে মিশল পাম অয়েল
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকার মুদিদোকানি সাইদুর রহমান মোকামে সয়াবিন তেল পাচ্ছেন না। হাতে যা আছে তাতে তিনি মিশিয়ে নিচ্ছেন পাম অয়েল। বিষয়টি অকপটে স্বীকার করে তিনি বললেন, ‘পাইকারিতে সয়াবিন পাওয়া যাচ্ছে না। দুই ব্যারেল আগে থেকে ছিল, এর সঙ্গে পাম অয়েল মিশিয়ে বিক্রি করছি। তাহলে দামটা বাড়ানো লা