Ajker Patrika

পুলিশ ফাঁড়ির বেলকনি দিয়ে লাফিয়ে আসামির পালানোর চেষ্টা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৭: ৪৩
পুলিশ ফাঁড়ির বেলকনি দিয়ে লাফিয়ে আসামির পালানোর চেষ্টা

রাজশাহীতে পুলিশ ফাঁড়ির বেলকনি থেকে লাফ দিয়ে নাইমুল ইসলাম ওরফে রিয়াজ (২০) নামে এক আসামি পালানোর চেষ্টা করেছেন। পরে আহত অবস্থায় পুলিশ তাঁকে আবার ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির বেলকনি থেকে লাফ দেন আসামি রিয়াজ। তিনি নগরীর দড়িখড়বোনা এলাকার নজরুল ইসলামের ছেলে। 

রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার বলেন, রিয়াজের মাথায় জখম হওয়ায় সেলাই দিতে হয়েছে। হাত-পা ভেঙেছে কি না, তা জানতে এক্স-রে করাতে হবে। এ জন্য তাঁকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা চলছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজ দুপুরে হেরোইনসহ রিয়াজকে আটক করে পুলিশ। পরে ফাঁড়িতে নিয়ে গিয়ে নাম-ঠিকানা লেখার সময় তিনি দোতলার বেলকনি দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন বলে আমাকে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ।

ওসি আরও বলেন, লাফ দিয়ে পাশের একতলার ছাদে গিয়ে পড়ে আহত হন রিয়াজ। এ সময় নিচে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আবার ধরে হাসপাতালে নিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত