Ajker Patrika

তিন ছিনতাইকারীকে পুলিশে দিলেন বিচারক

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৬: ৫৭
তিন ছিনতাইকারীকে পুলিশে দিলেন বিচারক

রাজশাহীতে একজন বিচারকের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় ওই বিচারক তিন কিশোর ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মদিনানগর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

জানা যায়, বিচারকের নাম এম এম হুমায়ুন কবীর। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় তাঁর বাড়ি। প্রথম শ্রেণির এই জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জে কর্মরত আছেন। রাতের ঘটনার বিবরণ দিয়ে শুক্রবার দুপুরে তিনি নিজের ফেসবুক আইডিতে ছিনতাইকারীদের ছবি পোস্ট করেছেন।

বিচারক এম এম হুমায়ুন কবীর লিখেছেন, ‘নেশাগ্রস্ত তিন ছিনতাইকারী। বয়স আন্ডার দ্য ম্যাচুউরিটি। ছিনতাইয়ের চেষ্টায় আমার গাড়িকে টার্গেট, হাতেনাতে ধৃত এবং পুলিশে সোপর্দ। তারা বুঝতে পারেনি প্রোটেকশন (পিস্তল) আমার সঙ্গেই ছিল। নেশার যন্ত্রণায় নিজের হাত নিজে কেটেছে তারা। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি রাজশাহী চন্দ্রিমা থানার পাশে ঘটেছে।’ 

অভিভাবকদের সন্তানদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি ফেসবুকে আরও লিখেছেন, ‘নিজের সন্তানের প্রতি যত্নবান হোন। খেয়াল রাখুন তারা কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে। এটা আপনারই দায়িত্ব এবং কর্তব্য।’

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ‘বিচারককে ছিনতাইয়ের জন্য টার্গেট করা হলে তিনি তাদের ধরে ফেলেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং তিন কিশোরকে আটক করে। এ সময় তল্লাশি করা হলে তিনজনের কাছে সাত গ্রাম হেরোইন পাওয়া যায়। তাই পুলিশ বাদী হয়ে এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। আজ শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত