রাজশাহীতে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ৩ জনের কারাদণ্ড
রাজশাহীতে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দুটি মামলার এই তিন আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।