Ajker Patrika

রাবির নতুন সহ-উপাচার্য হলেন অধ্যাপক হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাবির নতুন সহ-উপাচার্য হলেন অধ্যাপক হুমায়ুন কবীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক হুমায়ুন কবীর। আজ মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোকছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীরের সহ-উপাচার্য পদে নিয়োগের মেয়াদ হবে চার বছর। এই পদে থাকা অবস্থায় বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি তিনি পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও তিনি ভোগ করবেন।

গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য পদে অধ্যাপক চৌধুরী মু. জাকারিয়ার দায়িত্বের মেয়াদ শেষ হয়। সাড়ে তিন মাস ফাঁকা থাকার পর সহ-উপাচার্য পদে আজ অধ্যাপক হুমায়ুন কবীরকে নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে জানতে চাইলে অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, ‘আমি এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। মহামান্য রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা যথাযথভাবে পালন করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা বৃদ্ধির লক্ষ্যে কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ

পিস্তল দিয়ে বাবলার পিঠে এলোপাতাড়ি গুলি করে মুহূর্তেই সটকে পড়ে মুখোশধারীরা

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

গভীর রাতে পিনাকীর বাড়ির সামনে আগুন জ্বেলে মোবাইল ফোনে ছবি তুলে চলে গেল দুই যুবক

পাঁচ শরিয়াহ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহকের আমানত কী নিরাপদ, যা জানালেন গভর্নর

এলাকার খবর
Loading...