ঢাবি প্রতিনিধি
নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অব্যাহতি দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী জেলা শাখা কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে নৈতিক স্খলনজনিত কারণে জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার করা হলো। তাঁর বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। এ ছাড়া নৈতিক স্খলনজনিত কারণে জাকির হোসেন অমিকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি ও রাজশাহী জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা শাখা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত বাগমারা উপজেলা শাখা ছাত্রলীগের যে কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে, তা অবৈধ বলে বিবেচিত হবে।’
এর আগে ‘শিবির থেকে ছাত্রদল, এখন রাজশাহী ছাত্রলীগের সভাপতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আলোচনায় এলে তিন সদস্যের তদন্ত কমিটি করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক শেখ শামীম তূর্য, আইনবিষয়ক উপসম্পাদক আপন দাস এবং সহসম্পাদক তানভীর আব্দুল্লাহ। তদন্ত কমিটি একটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় দপ্তর সেলে।
সুপারিশসহ তদন্ত প্রতিবেদনের একটি কপি আজকের পত্রিকার হাতে সংরক্ষিত রয়েছে। তবে তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, তদন্ত কমিটির সুপারিশ মানা হয়নি। প্রতিবেদনে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের সুপারিশও করা হয়েছিল।
তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশে উল্লেখ রয়েছে, ‘তদন্ত কমিটি সমস্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ১ নম্বর সহসভাপতি, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক যেসব কর্মকাণ্ডে জড়িত তা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক। এমতাবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিট এদের দ্বারা পরিচালিত হলে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে, যা আমাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং তাঁদের স্থায়ী বহিষ্কারের জোর সুপারিশ করছি।’
আরও পড়ুন
নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অব্যাহতি দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী জেলা শাখা কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে নৈতিক স্খলনজনিত কারণে জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার করা হলো। তাঁর বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। এ ছাড়া নৈতিক স্খলনজনিত কারণে জাকির হোসেন অমিকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি ও রাজশাহী জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা শাখা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত বাগমারা উপজেলা শাখা ছাত্রলীগের যে কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে, তা অবৈধ বলে বিবেচিত হবে।’
এর আগে ‘শিবির থেকে ছাত্রদল, এখন রাজশাহী ছাত্রলীগের সভাপতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আলোচনায় এলে তিন সদস্যের তদন্ত কমিটি করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক শেখ শামীম তূর্য, আইনবিষয়ক উপসম্পাদক আপন দাস এবং সহসম্পাদক তানভীর আব্দুল্লাহ। তদন্ত কমিটি একটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় দপ্তর সেলে।
সুপারিশসহ তদন্ত প্রতিবেদনের একটি কপি আজকের পত্রিকার হাতে সংরক্ষিত রয়েছে। তবে তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, তদন্ত কমিটির সুপারিশ মানা হয়নি। প্রতিবেদনে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের সুপারিশও করা হয়েছিল।
তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশে উল্লেখ রয়েছে, ‘তদন্ত কমিটি সমস্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ১ নম্বর সহসভাপতি, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক যেসব কর্মকাণ্ডে জড়িত তা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক। এমতাবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিট এদের দ্বারা পরিচালিত হলে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে, যা আমাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং তাঁদের স্থায়ী বহিষ্কারের জোর সুপারিশ করছি।’
আরও পড়ুন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
১৮ মিনিট আগেবাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে।
২৩ মিনিট আগেরাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
২৬ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
২৭ মিনিট আগে