ঢাবি প্রতিনিধি
নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অব্যাহতি দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী জেলা শাখা কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে নৈতিক স্খলনজনিত কারণে জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার করা হলো। তাঁর বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। এ ছাড়া নৈতিক স্খলনজনিত কারণে জাকির হোসেন অমিকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি ও রাজশাহী জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা শাখা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত বাগমারা উপজেলা শাখা ছাত্রলীগের যে কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে, তা অবৈধ বলে বিবেচিত হবে।’
এর আগে ‘শিবির থেকে ছাত্রদল, এখন রাজশাহী ছাত্রলীগের সভাপতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আলোচনায় এলে তিন সদস্যের তদন্ত কমিটি করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক শেখ শামীম তূর্য, আইনবিষয়ক উপসম্পাদক আপন দাস এবং সহসম্পাদক তানভীর আব্দুল্লাহ। তদন্ত কমিটি একটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় দপ্তর সেলে।
সুপারিশসহ তদন্ত প্রতিবেদনের একটি কপি আজকের পত্রিকার হাতে সংরক্ষিত রয়েছে। তবে তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, তদন্ত কমিটির সুপারিশ মানা হয়নি। প্রতিবেদনে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের সুপারিশও করা হয়েছিল।
তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশে উল্লেখ রয়েছে, ‘তদন্ত কমিটি সমস্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ১ নম্বর সহসভাপতি, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক যেসব কর্মকাণ্ডে জড়িত তা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক। এমতাবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিট এদের দ্বারা পরিচালিত হলে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে, যা আমাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং তাঁদের স্থায়ী বহিষ্কারের জোর সুপারিশ করছি।’
আরও পড়ুন
নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অব্যাহতি দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী জেলা শাখা কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে নৈতিক স্খলনজনিত কারণে জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার করা হলো। তাঁর বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। এ ছাড়া নৈতিক স্খলনজনিত কারণে জাকির হোসেন অমিকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি ও রাজশাহী জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা শাখা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত বাগমারা উপজেলা শাখা ছাত্রলীগের যে কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে, তা অবৈধ বলে বিবেচিত হবে।’
এর আগে ‘শিবির থেকে ছাত্রদল, এখন রাজশাহী ছাত্রলীগের সভাপতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আলোচনায় এলে তিন সদস্যের তদন্ত কমিটি করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক শেখ শামীম তূর্য, আইনবিষয়ক উপসম্পাদক আপন দাস এবং সহসম্পাদক তানভীর আব্দুল্লাহ। তদন্ত কমিটি একটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় দপ্তর সেলে।
সুপারিশসহ তদন্ত প্রতিবেদনের একটি কপি আজকের পত্রিকার হাতে সংরক্ষিত রয়েছে। তবে তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, তদন্ত কমিটির সুপারিশ মানা হয়নি। প্রতিবেদনে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের সুপারিশও করা হয়েছিল।
তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশে উল্লেখ রয়েছে, ‘তদন্ত কমিটি সমস্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ১ নম্বর সহসভাপতি, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক যেসব কর্মকাণ্ডে জড়িত তা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক। এমতাবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিট এদের দ্বারা পরিচালিত হলে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে, যা আমাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং তাঁদের স্থায়ী বহিষ্কারের জোর সুপারিশ করছি।’
আরও পড়ুন
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৩ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে