Ajker Patrika

সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব: টুকু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২০: ১৯
সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা মানুষের ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই মানুষকে সংঘবদ্ধ করে রাজপথে নেমেছি। রাজপথের ফয়সালা আইনে এ সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরব। তার আগে নয়।’

আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। বিএনপির রাজশাহী বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টুকু।

বিএনপির এই নেতা বলেন, ‘যারা আওয়ামী লীগের দল করে, তাদের প্রত্যেকটা লোক সুযোগ-সুবিধা পেয়েছে। আর দেশের মানুষ দু-বেলা দু-মুঠো ভাত খেতে পারে না, বাজার করতে পারে না, বাজার গিয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। বাংলাদেশের মানুষকে হাহাকারের মধ্যে পড়তে হয়েছে।’ 

টুকু বলেন, আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে বলেছিল বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের মজুদ অনেক আছে, খাদ্যের সিকিউরিটি আছে। এখন আবার বলছে আগামী মাস থেকে বা দুই মাস পর থেকে খাদ্যের ঘাটতি দেখা দিবে। দুর্ভিক্ষ থাকবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি। তাহলে কী আমি এখন ধরে নিবো লীগ আর দুর্ভিক্ষ একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত? আমরা কিছু বললে বলে পাকিস্তানের দালাল।’ 

বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত