আসছে নির্বাচন, জমবে নাটক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন নতুন নাটক মঞ্চস্থ হওয়ার আভাস স্পষ্ট হয়ে উঠছে। প্রতিটি নির্বাচনের আগেই এ ধরনের নাটক, যাত্রাপালা, একাঙ্কিকা মঞ্চস্থ হতে দেখা যায়। সেই সব নাটক, যাত্রাপালা, একাঙ্কিকার পাত্রপাত্রীরা আমাদের সুপরিচিত। তাঁরা কেউ পার্টি বদল করেন, কেউ জোট ভ